BIZ FIESTA 2024

ইউআইটিএস-এ বিজনেস স্টাডিজ বিভাগ ও বিজনেস ক্লাবের উদ্যোগে বিজনেস কার্নিভাল BIZ FIESTA 2024  অনুষ্ঠিত।

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর বিজনেস স্টাডিজ বিভাগ ও বিজনেস ক্লাব-এর উদ্যোগে অদ্য ০৮ মে, বুধবার ২০২৪ খ্রি. তরিখ সকাল ০৯:০০ টায় বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ক্যাম্পাসের পিএইচপি স্কয়ারে বিজনেস কার্নিভাল BIZ FIESTA 2024 -এর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। এ সময় মাননীয় উপাচার্য অনুষ্ঠানের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।


বিজনেস স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ মেহেদী হাসান-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, বিজনেস অনুষদের ডিন ড. ফারুক হোসেন, রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান, প্রক্টর ড. মোঃ ইয়াসিন আলী, বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থী, এলামনাই, কর্মকর্তা-কর্মচারী, বিজনেস ক্লাবের মডারেটর মিস জেনিফার আলম, জনাব মঞ্জুরুল ইসলাম উৎস, বিজনেস ক্লাবের সভাপতি জয়িতা রাফসান ও অনান্য সদস্যবৃন্দ সহ জনসংযোগ কর্মকর্তা জনাব মোঃ সাইফুল ইসলাম। পরে বিজনেস স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা ছবির প্রদর্শনী, বিভিন্ন খেলা ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। 

উক্ত অনুষ্ঠানটি স্পন্সর করে  দেশবন্ধু গ্রুপ, পোলার, নিউট্রি+, যমুনা ইলেকট্রনিক্স ও অটোমোবাইল এবং মিডিয়া পার্টনার ছিল যুগান্তর।

Click Now

Go to our Facebook 

Comments

Popular posts from this blog

𝐀𝐝𝐦𝐢𝐬𝐬𝐢𝐨𝐧 𝐎𝐩𝐞𝐧

Faculty of Department of Business Studies, UITS

50% Discount